আমাদের সম্পর্কে | যোগাযোগ

২১ নভেম্বর

২০২৪ বৃহস্পতিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইত্তেফাক ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫১

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০০

১০৫

শেয়ার:

পানির নিচে ঝুলন্ত ব্রীজ, হতাশ পর্যটকরা

১৫ দিনেরও বেশি সময় ধরে ব্রীজটি কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে আছে।

News

প্রতিবছর পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস। কিন্তু বিশ্ব পর্যটন দিবসের এই দিনেও পার্বত্য জেলা রাঙ্গামাটির আকর্ষণীয় ঝুলন্ত ব্রীজটি পানির নিচে তলিয়ে আছে। ১৫ দিনেরও বেশি সময় ধরে ব্রীজটি কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে থাকায় বেড়াতে আসা পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও হতাশ। কিন্তু পর্যটনের এই আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজটি পানিতে তলিয়ে যাওয়ার এই সমস্যার স্থায়ী কোনো সমাধান করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রকৃতির রূপের ভরা রাঙ্গামাটি জেলার ঝিরি, ঝর্ণা, সবুজ উপত্যকা, কাপ্তাই হ্রদ, মাচাং ঘর পলওয়েল পার্ক, আরন্যক রির্সোট, সুভলং ঝর্না যে কাউকে বিমোহিত করে তুলে। পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জলের ধারায় গা ভেজাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙ্গামাটিতে ছুটে আসেন পর্যটকরা। একেক ঋতুতে একেক রকম রূপে সাজে পাহাড়ের প্রকৃতি। এর মাঝে রাঙ্গামাটি ভ্রমণে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণ এই ঝুলন্ত ব্রিজ। যে কোন পর্যটক রাঙ্গামাটিতে বেড়াতে আসলেই পর্যটনের ঝুলন্ত ব্রিজ না দেখে যেতে চান না। কিন্তু পর্যটনের এই ব্রীজটি কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় অর্ধ মাসেরও বেশী সময় ধরে পানির নীচে ডুবে থাকায় হতাশ ভ্রমণপিপাসুরা।

বিস্তারিত দেখুন পানির নিচে ঝুলন্ত ব্রীজ, হতাশ পর্যটকরা


রাঙ্গামাটি কাপ্তাই

মন্তব্য করুন-