দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) সক্রিয়তা আরো কমেছে। এতে বৃষ্টিপাতের পরিমাণও কমে এসেছে অনেকটা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ অবস্থা থাকতে পারে কাল বৃহস্পতিবার পর্যন্ত। তবে শুক্রবার থেকে আবার সারা দেশে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার জানিয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু ‘কম সক্রিয়’ অবস্থায় রয়েছে। মূলত এই মৌসুমি বায়ুর প্রভাবেই দেশে বর্ষার বৃষ্টি হয়। মৌসুমি বায়ু যত শক্তিশালী বা সক্রিয় হয়, বৃষ্টিও তত বেশি হয়। এটি বর্তমানে অনেকটাই দুর্বল অবস্থায় থাকায় বৃষ্টিপাতের পরিমাণও অনেকটাই কমে এসেছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের ২৯টিতে গতকাল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দেশের বেশির ভাগ অঞ্চলেই বৃষ্টিপাত ছিল নগণ্য। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৫৩ মিলিমিটার। এ সময় সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ২৩টি পর্যবেক্ষণাগারে হালকা বৃষ্টিপাত (১ থেকে ১০ মিলিমিটার) রেকর্ড করেছে অধিদপ্তর। ঢাকাসহ চার জেলায় বৃষ্টিপাত ছিল সামান্য (এক মিলিমিটারেরও কম)।
বিস্তারিত দেখুন শুক্রবার থেকে আবার বাড়তে পারে বৃষ্টি
ছবি: কালের কণ্ঠ