দেশের উত্তর জনপদের এক বিরল প্রাকৃতিক জলসম্পদ চলনবিল। এই বিলটি হতে পারে আকর্ষণীয় এক পর্যটন কেন্দ্র। বিলের অবয়ব আর ঐতিহ্য যেমন বিরাট, তেমনি এর কিংবদন্তির ভা-ারও সুবিশাল। চলনবিলের জনপদের মানুষের মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে আছে কত যে উপকথা তার হিসাব করা দুরূহ। এ অঞ্চলের পর্যটন কেন্দ্রের জন্য আকর্ষণীয় হতে পারে চলনবিল জাদুঘর। নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুরের অসংখ্য গ্রন্থপ্রণেতা মরহুম অধ্যক্ষ আবদুল হামিদের হাতে গড়া এই জাদুঘরটি দর্শনীয় স্থান হিসেবে বেশ গুরুত্ববহ। এই জাদুঘরে আছে সুলতান কপ৬ ও ৮৮ নাসির উদ্দিনের নিজ হাতে লেখা কুরআন শরিফ। গাছের ছালে বাংলায় লেখা প্রাচীন পুঁথিসহ অসংখ্য সামগ্রী। প্রায় ৩৫০ বছর আগে সিংড়া উপজেলার ডাহিয়া এলাকায় ইসলাম প্রচার করতে আসা ঘাসী-ই-দেওয়ানের তিসিখালীর মাজার। প্রতি শুক্রবার এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এখানে রয়েছে আনোয়ারা উপন্যাসের লেখক নজিবর রহমানের মাজার। রায় বাহাদুরের বাড়ির ধ্বংসস্তূপ। দেশের বৃহত্তম গোবিন্দ মন্দির, কপিলেশ্বর মন্দির, বারুহাসের ইমাম বাড়ি, শীতলাইয়ের জমিদার বাড়ি ও হান্ডিয়ালের জগন্নাথ মন্দির। এখানে আরো আছে রায়গঞ্জের জয়সাগর মৎস্য খামার, চাটমোহরের হরিপুরে লেখক প্রমথ চৌধুরী ও বড়াইগ্রামের জোয়াড়ীতে লেখক প্রমথ নাথ বিশীর বাড়ি। চলনবিলের জনপদে রয়েছে প্রাচীন অসংখ্য মসজিদ, মন্দির, মাজার ও জলাভূমি। যেগুলো ঘিরে রয়েছে নানা ইতিকথা, বিশ্বাস ও উপাখ্যান। বিলপাড়ের তারাশ উপজেলার নবগ্রামে নওগাঁ শাহি মসজিদ (মামার মসজিদ) ও ভাগ্নের মসজিদ নামে দু'টি মসজিদ রয়েছে। মামার মসজিদটির পাশেই হযরত শাহ শরিফ জিন্দানির (রা:) মাজার। জনশ্রুতি আছে, জিন্দানি পীর ষোড়শ খ্রিষ্টাব্দে বাঘের পিঠে সওয়ার হয়ে বাগদাদ থেকে এ দেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। রাজা ভানসিংহের সময় এ দেশে তার আগমন হয়। রাজা ভানসিংহের পরিষদবর্গ ও তার ঠাকুরেরা দলে দলে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ায় তিনি ভীতসন্ত্রস্ত হয়ে খিড়কি পুকুরে ডুবে প্রাণ বিসর্জন দেন। এখনো ভানসিংহের খিড়কি পুকুরটি রয়েছে। মামার মসজিদের পাশে ভাগ্নের মসজিদ। জনশ্রুতি, পীরের কোনো এক ভাগ্নে তার মামার সাথে পাল্লা দিয়ে এক রাতে একটি মসজিদ করতে চেয়েছিলেন। কিন্তু নির্মাণের রাতেই ভাগ্নের মৃত্যু হয়। এ কারণে মসজিদের ছাদ দিয়ে যেতে পারেননি তিনি। এখনো সেই ছাদবিহীন মসজিদটি দাঁড়িয়ে আছে।
বিস্তারিত দেখুন চলনবিল হতে পারে আকর্ষণীয় এক পর্যটন কেন্দ্র
ছবি: সংগৃহীত