আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ২২:০০

আপডেট: ১৩ জুলাই ২০২৪, ২২:০০

৮৪

শেয়ার:

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ৭৫

News

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এ যাবৎ ডেঙ্গুতে মৃত্যু হলো ৪৮ জনের। মৃতদের মধ্যে ৪৩.৮ শতাংশ পুরুষ ও ৫৬.৩ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতালে ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও সাভার উপজেলায় একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে চার হাজার ২৭ জন ছাড়পত্র পেয়েছেন।

বিস্তারিত দেখুন ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ৭৫

ছবি: বিডি প্রতিদিন


ডেঙ্গু মশা এডিস

মন্তব্য করুন-