শেরপুরের শ্রীবরদীর বাবেলাকোনা এলাকায় পাগলা নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। এতে ভেঙে যাচ্ছে তিন গ্রামবাসীর একমাত্র চলাচলের সড়ক। চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার (১২ জুলাই) স্থানীয় বাসিন্দা ও প্রশাসন এমন তথ্য জানিয়েছে। স্থানীয়রা জানান, মেঘাদল গ্রামের মাসুদ মিয়া, কাদির মিয়া রাজা মিয়া ও কর্ণঝোড়া গ্রামের ইয়াছিন আলীসহ কয়েকজনের একটি চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বালু উত্তোলন করে আসছেন। অবাধে বালু উত্তোলন ও পরিবহনে ক্রমাগত ভেঙে যাচ্ছে নদীর দুই পাড়। ক্ষতবিক্ষত হচ্ছে বাবেলাকোনা, হারিয়াকোনা ও দিঘলাকোনা গ্রামে যাতায়াতের একমাত্র সড়কটি। মারাত্মক হুমকির মুখে পড়েছে পরিবেশের ভারসাম্য। নাম প্রকাশে অনিচ্ছুক বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, প্রতিদিন পাগলা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বালু বহনে ব্যবহার হচ্ছে মাহিন্দ্র। এসব মাহিন্দ্রের শব্দে অনেক সময় শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই অপমান করেন।