শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সপ্তাহান্তে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি বেলা পৌনে ১১টা পর্যন্ত অব্যাহত ছিল। কাকরাইল, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, ফার্মগেট, বাড্ডা, মগবাজার, মিরপুর ও খিলক্ষেত এলাকায় গোড়ালি সমান পানি পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে অনেককে।
নগরীর ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেসরকারি চাকরিজীবীরা বলেন, হালকা বৃষ্টিতে নিচু এলাকাগুলো সাধারণত তলিয়ে যাওয়ায় শহরটি ধীরে ধীরে বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হচ্ছে।
বিস্তারিত দেখুন ভারী বৃষ্টিপাতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে যাত্রীরা
ছবি: নয়া দিগন্ত