তাহিরপুর ও জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, পাহাড়ি ঢলে ডুবছে ঘর-বাড়ি
ভারতীয় পাহাড়ি ঢল আর বর্ষণে আবারো প্লাবিত হয়েছে সুনামগঞ্জ। সুরমা, যাদুকাটা, কুশিয়ারা, বৌলাই, ধনু, রক্তি নদীসহ সকল নদ-নদীর পানি বাড়ছেই। আজ সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত, সুরমা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ঢলের পানিতে প্লাবিত হয়েছে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মাপাশাসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। ডুবেছে হাট-বাজার ও গ্রামীণ সড়ক। জেলা শহরের সাথে তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে ডুবছে ঘর-বাড়ি, হাটবাজার, রাস্তা-ঘাট। এতে আবারো বন্যার দুর্ভোগে পড়েছে সুনামগঞ্জবাসী।
বিস্তারিত দেখুন আবারো বন্যায় প্লাবিত সুনামগঞ্জ
ছবি: নয়া দিগন্ত