আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ২১:২৩

আপডেট: ২৯ জুন ২০২৪, ২১:২৩

৬৪

শেয়ার:

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৬০ জন

News

দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৬০ জন আক্রান্ত হয়েছেন। শনিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চলতি বছর এ পর্যন্ত মোট ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি বছরের ২৯ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬০৭ জন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ছবি: সংগৃহীত


ডেঙ্গু মশা এডিস

মন্তব্য করুন-