আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

হুমায়ূন রশিদ চৌধূরী ও আলী হোসেন

প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ২২:৪৩

আপডেট: ২৮ জুন ২০২৪, ২২:৪৩

৫৭

শেয়ার:

প্রাণ ফিরে পাচ্ছে সিলেটের পর্যটন স্পটগুলো

News

দীর্ঘ বিরতির পর সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। ভারী বৃষ্টি, পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে ঈদুল আজাহার ছুটিতে এ অঞ্চলের পর্যটন স্পটগুলো ছিল পর্যটকশূন্য। তবে আজ শুক্রবার বৃষ্টি মাখা সিলেটের নয়নাভিরাম চা-বাগানগুলোতে বেশ কিছু পর্যটক দেখা যায়। সৌন্দর্যের আরেক লীলাভূমি জাফলংয়েও ছিল বেশ ভিড়। এসব স্পটে বিভিন্ন পণ্যের পসরা বিছিয়ে বসেছেন দোকানীরা। সংশ্লিষ্টদের আশা, সিলেটের সাদাপথর, জাফলং, রাতারগুল, বিছনাকান্দি, লালাখাল, পান্থুমাই, মায়াবী ঝরনাসহ পর্যটনকেন্দ্রগুলো আবার জমে উঠবে।

বিস্তারিত দেখুন

ছবি: ইত্তেফাক


সিলেট পর্যটন সাদাপথর জাফলং রাতারগুল বিছনাকান্দি লালাখাল পান্থুমাই মায়াবী

মন্তব্য করুন-