পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিবছর বাজেটে তামাকপণ্যসহ পরিবেশের জন্য ক্ষতিকর পণ্যের ওপর বাড়তি কর আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পরিবেশের জন্য ক্ষতিকর লেড বা সিসা রিসাইক্লিংয়ে বাড়তি করারোপ না করে কমানো হয়েছে। আগে বিভিন্ন স্তরে উৎস করহার সর্বোচ্চ ৭ শতাংশ থাকলেও প্রস্তাবিত বাজেটে তা কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পরিবেশবিদরা বলছেন, সিসার উৎস করহার অর্ধেকের চেয়ে বেশি কমিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ নীতিমালা করে লেড এসিড ব্যাটারি থেকে বেরিয়ে এসেছে। সেখানে বাংলাদেশে উল্টো উৎসাহিত করা হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে আয়কর কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত বাজেটে রিসাইকল খাতকে উৎসাহিত করার অংশ হিসেবে লেড রিসাইকল খাতে এই সুবিধা দেওয়া হয়েছে। জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান কালের কণ্ঠকে বলেন, ‘লেডের রিসাইকল শুনতে ভালো শোনা গেলেও আসলে তা না। লেড বিষাক্ত পদার্থ। আমাদের এর বিকল্প খুঁজতে হবে। আর শেষ পর্যন্ত লেড কোথায় যায়, তা-ও তদারকি করতে হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের ভাবতে হবে।