আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ১৯:০২

আপডেট: ০৯ জুন ২০২৪, ১৯:০২

৮৪

শেয়ার:

প্রজনন মৌসুমেও বিষাক্ত বর্জ্যে বেহাল হালদা

♦ হাটহাজারীর বড়দিঘি এলাকার শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য কাটাখালী খাল হয়ে পড়ছে হালদায় ♦ প্রজনন মৌসুমে দূষিত পানি হওয়ায় ডিম ছাড়া নিয়ে শঙ্কা ♦ হুমকিতে মা মাছ, নেতিবাচক প্রভাব উৎপাদনে

News

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে এপ্রিল থেকে জুনের জোতে মা মাছ ডিম ছাড়ে। কিন্তু প্রজনন মৌসুমের এ সময়েও বিষাক্ত বর্জ্যে নাভিশ্বাস উঠছে হালদার। ফলে দূষণ হচ্ছে পানি। তা ছাড়া ডিম ছাড়ার নির্দিষ্ট তিন মাসের ছয়টি জো’র মধ্যে পাঁচটিই শেষ। এখনো ডিম ছাড়েনি মা মাছ। বিশেষজ্ঞ ও ডিম সংগ্রহকারীরা মনে করেন, প্রজনন মৌসুমে এভাবে পানি দূষিত হওয়ায় ডিম ছাড়া নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। সেই সঙ্গে হুমকিতে পড়বে মা মাছ। নেতিবাচক প্রভাব পড়বে মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যে। নষ্ট হবে নদীর পানি-পরিবেশ।

বিস্তারিত দেখুন প্রজনন মৌসুমেও বিষাক্ত বর্জ্যে বেহাল হালদা

ছবি: বিডি প্রতিদিন


প্রজনন মৌসুমেও বিষাক্ত বর্জ্যে বেহাল হালদা

মন্তব্য করুন-