গত কয়েক দিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় গরমের উপস্থিতি ভালোই টের পাওয়া যাচ্ছে। ভ্যাপসা গরমে মানুষ অতিষ্ঠ। রোদ কম থাকলেও এই ভ্যাপসা গরমে বেশ অস্বস্তিবোধ করছেন।
আজ বিকেলের পর ঢাকায় বৃষ্টিপাত হওয়ায় গরমের তীব্রতা কিছুটা কমে আসে। ফলে ভ্যাপসা গরমের অস্বস্তি অনেকাংশে কমে যায়। আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। দুর্বিষহ গরমের পর ঢাকায় বৃষ্টি ঝরায় স্বস্তি এনে দেয় নগরজীবনে। টানা তিন দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। অন্যদিকে আজ আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (৮ জুন) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বিস্তারিত দেখুন সারা দেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
ছবি: দৈনিক বাংলা