আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

জয়শ্রী ভাদুড়ী

প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ২২:১৫

আপডেট: ০৬ জুন ২০২৪, ২২:১৫

১১৮

শেয়ার:

দুশ্চিন্তা বাড়াচ্ছে এডিস মশা

♦ দুই সিটিতে ঝুঁকিপূর্ণ ১৮ ওয়ার্ড ♦ আবহাওয়ার তারতম্যে বাড়ছে মশার লার্ভা ♦ জুলাইয়ে বিটিআই আনছে ডিএনসিসি

News

মৌসুম এগিয়ে আসতেই দুশ্চিন্তা বাড়ছে এডিস মশা নিয়ে। ঢাকার দুই সিটি করপোরেশনের ১৮ ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। রাজধানীর প্রায় ১৫ শতাংশ বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা। বর্ষা-পূর্ববর্তী জরিপে পাওয়া মশার এ উপস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের বর্ষা-পরবর্তী জরিপের তথ্যে বলা হয়, জরিপে লার্ভা পাওয়া মোট বাড়ির মধ্যে ৪২ দশমিক ৩৩ শতাংশ বহুতল ভবন। ২১ দশমিক ৬ শতাংশ স্বতন্ত্র ভবন, ২১ দশমিক ৬ শতাংশ নির্মাণাধীন ভবন, ১২ দশমিক ৭৪ শতাংশ সেমিপাকা বাড়ি এবং ১ দশমিক ৭৩ শতাংশ খালি জায়গা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ ও দক্ষিণ সিটির ১০ ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স পাওয়া গেছে ২০-এর বেশি। সে হিসেবে ওইসব ওয়ার্ডে এডিস মশার উপস্থিতি ঝুঁকিপূর্ণ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স সবচেয়ে বেশি ৭৩ দশমিক ৩৩ শতাংশ। চামেলীবাগ, রাজারবাগ, বিজয়নগর, পুরানা পল্টন, শান্তিনগর নিয়ে এ ওয়ার্ড গঠিত। এ ছাড়া ডিএসসিসির ৪, ৫২, ৫৪, ১৬, ৩, ৫, ১৫, ১৭ ও ২৩ নম্বর ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি। উত্তর সিটির ১২ নম্বর ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স সবচেয়ে বেশি পাওয়া গেছে, ৪৩ দশমিক ৩৩ শতাংশ। শাহ আলীবাগ, টোলারবাগ, পাইকপাড়া ও দক্ষিণ বিশিল এলাকা নিয়ে এ ওয়ার্ড গঠিত। স্বাস্থ্য অধিদফতরের ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. শ্যামল কুমার দাস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জরিপে রাজধানীর কোন জায়গাগুলো ঝুঁকিপূর্ণ তা আমরা তুলে ধরি। যাতে সিটি করপোরেশনসহ সব সংস্থা ও নগরবাসী সমন্বিতভাবে সমস্যা সমাধানে নজর দিতে পারে।

বিস্তারিত দেখুন দুশ্চিন্তা বাড়াচ্ছে এডিস মশা

ছবি: ছবি: সংগৃহীত


ডেঙ্গু মশা এডিস

মন্তব্য করুন-