আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

জিন্নাতুন নূর

প্রকাশিত: ০৪ জুন ২০২৪, ২১:৩৮

আপডেট: ০৪ জুন ২০২৪, ২১:৩৮

১৮৪

শেয়ার:

কীভাবে বাঁচবে সুন্দরবন

♦ রক্ষায় হচ্ছে গাইডলাইন ♦ স্টেকহোল্ডার, বন কর্মকর্তা ♦ পর্যটকদের জন্য সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা

News

বাংলাদেশ সরকার সুন্দরবন রক্ষায় বিশেষ করে অগ্নিদুর্ঘটনা কমাতে গাইডলাইন তৈরি করতে যাচ্ছে। মানবসৃষ্ট কারণে সম্প্রতি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এর আগেও বিভিন্ন সময় সুন্দরবন রক্ষায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু এর বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ বলে বিশেষজ্ঞরা মনে করেন। সর্বশেষ গত ৩০ মে সুন্দরবনের গাইডলাইন তৈরির জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এ কমিটির সুপারিশের ভিত্তিতে এ সংক্রান্ত কর্মপরিকল্পনা তৈরি হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

বিস্তারিত দেখুন কীভাবে বাঁচবে সুন্দরবন

ছবি: ছবি: সংগৃহীত


সুন্দরবন ম্যানগ্রোভ বাংলাদেশ

মন্তব্য করুন-