আমাদের সম্পর্কে | যোগাযোগ

২৩ নভেম্বর

২০২৪ শনিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

যুগান্তর ডেস্ক

প্রকাশিত: ৩১ মে ২০২৪, ১৭:১৪

আপডেট: ৩১ মে ২০২৪, ১৭:১৪

১৩১

শেয়ার:

সুখবর নিয়ে আসছে মৌসুমি বায়ু

News

নির্দিষ্ট সময়ের আগেই চলে এসেছে মৌসুমি বায়ু, যা ইতোমধ্যে ঢাকাসহ দেশের চার বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আবহাওয়া অফিস বলছে— এটি আরও অগ্রসর হতে পারে। ফলে খুব দ্রুতই শুরু হবে বৃষ্টি; ফলে গরম থেকে রক্ষা পাওয়ার সুখবর বয়ে আনবে। সাধারণত ৩১ মে বা ১ জুনের মধ্যে টেকনাফ উপকূল দিয়ে মৌসুমি বায়ু প্রবেশ করে। তবে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত এগিয়ে এসেছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিমদক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বিস্তারিত দেখুন সুখবর নিয়ে আসছে মৌসুমি বায়ু

ছবি: ছবি: সংগৃহীত


মৌসুমি বায়ু বঙ্গোপসাগর আবহাওয়া দক্ষিণ-পশ্চিম বৃষ্টি বজ্র

মন্তব্য করুন-