আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৩ ডিসেম্বর

২০২৪ মঙ্গলবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

বিডি প্রতিদিন

প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১৮:৫৯

আপডেট: ২৯ মে ২০২৪, ১৮:৫৯

১০১

শেয়ার:

ঢাকা দক্ষিণ সিটিতে মশা বেশি, ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ : জরিপ

News

রাজধানীর দুই সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পরিমাণ ডেঙ্গুর জীবাণু বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এর মধ্যে ‘উচ্চঝুঁকিতে’ ১৮টি ওয়ার্ড। দুই সিটির মধ্যে দক্ষিণ সিটিতে মশার ঘনত্ব বেশি। বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিস মশার লার্ভা রয়েছে। গত ১৭ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চালানো স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক-বর্ষা জরিপে এ তথ্য উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগনিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে দুই সিটির ৯৯টি ওয়ার্ডের ৩ হাজার ১৫২টি বাড়িতে এ জরিপ চালানো হয়। মঙ্গলবার সকালে রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত মৌসুম পূর্ব এডিস সার্ভে-২০২৪ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জরিপের তথ্য উপস্থাপন করা হয়। জরিপের ফলাফল তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক শেখ দাউদ আদনান। তিনি বলেন, ৩ হাজার ১৫২টি বাড়ির মধ্যে ৪৬৩টিতে এডিস মশার লার্ভা ও পিউপা (লার্ভার পরের স্তর) পাওয়া গেছে। তার মধ্যে বহুতল ভবনে ৪২ দশমিক ৩৩ শতাংশ, স্বতন্ত্র বাড়িতে ২১ দশমিক ৬ শতাংশ, নির্মাণাধীন বাড়িতে ২১ দশমিক ৬ শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১২ দশমিক ৭৪ শতাংশ লার্ভা পাওয়া যায়। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক ‘ব্রুটো ইনডেক্স’ নামে পরিচিত। স্বীকৃত এই মানদণ্ডে লার্ভার ঘনত্ব ২০ শতাংশের বেশি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করা হয়। এদিকে দুই সিটির ৯৯টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতে ব্রুটো ইনডেক্স ২০-এর বেশি। এই এলাকাগুলো ডেঙ্গুর বেশি ঝুঁকিতে রয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঝুঁকিতে থাকা ওয়ার্ডগুলো হলো-১২, ১৩, ২০, ৩৬, ৩১, ৩২, ১৭ ও ৩৩ নম্বর ওয়ার্ড। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো-৪, ১৩, ৫২, ৫৪, ১৬, ৩, ৫, ১৫, ১৭ ও ২৩ নম্বর ওয়ার্ড।

বিস্তারিত দেখুন ঢাকা দক্ষিণ সিটিতে মশা বেশি, ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ : জরিপ

ছবি: বিডি প্রতিদিন


ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ করপোরেশন মশা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

মন্তব্য করুন-