বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট প্রকল্পের অর্থায়নে করা হয়েছে এসব গবেষণা।
বাংলাদেশের উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি হারে বাড়ছে। পৃথক তিন গবেষণায় উঠে এসেছে এই চিত্র। গবেষণাগুলোতে বলা হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যে হারে বাড়ছে, তাতে নতুন নতুন এলাকা প্লাবিত বা লবণাক্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে উপকূলের ৪টি জেলার ৮ থেকে ১৫ শতাংশ এলাকা প্লাবিত হতে পারে। অস্বাভাবিকভাবে বাড়তে পারে উপকূলীয় জেলাগুলোর লবণাক্ততাও। এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে উপকূলের প্রতিবেশ, মানুষের জীবনযাপন, কৃষি, ভূগর্ভস্থ পানি ও অবকাঠামোর ওপর।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইডব্লিউএফএম (ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট) ও সরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) সম্প্রতি এ তিনটি গবেষণা করেছে। ৮ মে প্রকাশিত হয়েছে গবেষণার ফলাফল।
বিস্তারিত দেখুন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, হুমকিতে উপকূল
ছবি: প্রথম আলো