শরীয়তপুরের জাজিরা উপজেলার দুটি ইউনিয়নে পদ্মার ভাঙনে গত এক মাসে শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আশঙ্কায় রয়েছে আরো অন্তত দুই শতাধিক পরিবার। ঐ এলাকার বাসিন্দরা ত্রাণ নয়, ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তবে জিওব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছে জেলা পানি উন্নয়ন বোর্ড। আর খাদ্যসহায়তা, টিন ও অর্থ দিচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয় ও জেলাপ্রশাসন।