আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৩ ডিসেম্বর

২০২৪ মঙ্গলবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

নাটোর প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিন

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪০

আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪০

২৭৮

শেয়ার:

বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

নাটোরের সিংড়ায় বজ্রপাতে ফাতেমা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার সুকাশ ইউনিয়নের তালঘড়িয়া গ্রামের আঃ মান্নানের স্ত্রী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

News

স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী জানান, মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির মধ্যেই গৃহবধূ ফাতেমা বেগম বাড়ির হাঁস নিয়ে মাঠে যায়। অনেক সময় পার হওয়ার পরেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে মাঠে পড়ে থাকতে দেখে বাসায় নিয়ে আসে। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্তারিত দেখুন সিংড়ায় বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

ছবি: বাংলাদেশ প্রতিদিন


বজ্রপাত নাটোরের সিংড়ায় ইউপি সদস্য আক্কাস আলী

মন্তব্য করুন-