২০ বছরেরও বেশি সময় ধরে দেওয়া হচ্ছে ডায়ানা অ্যাওয়ার্ড। পুরস্কারটি প্রবর্তন করেছে প্রিন্সেস ডায়ানার নামে প্রতিষ্ঠিত একটা দাতব্য সংস্থা। ন্যূনতম এক বছর কোনো মানবিক কাজ করেছেন এবং বয়স ৯-২৫ বছরের মধ্যে, এমন উদ্যমী তরুণদেরই কেবল দেওয়া হয় এই পুরস্কার। গত ১ জুলাই ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হলো এই বছরের প্রাপকদের নাম। বিশ্বের নানা দেশের উদ
জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা দেশগুলোর একটা বাংলাদেশ। তাই জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে সবাইকে সচেতন করার কথা ভেবেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী শামীম আহমেদ মৃধা। গড়ে তুলেছেন ‘ইকো নেটওয়ার্ক‘। সংগঠনটির সঙ্গে যুক্ত আছেন দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাঁদের কেউ কেউ পড়াশোনা করছেন পরিবেশবিজ্ঞান নিয়ে, আবার অনেকেই আছেন কেবল পরিবেশ নিয়ে কাজ করতে আগ্রহী বলে। এই শিক্ষার্থীরা তাদের এলাকায় এবং স্কুলগুলোয় সচেতনতামূলক প্রচারণা এবং কর্মশালা পরিচালনা করছেন। শুধু বাংলাদেশ নয়; নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ মোট ২৩টি দেশে জলবায়ু সচেতনতা নিয়ে কাজ করছে ইকো নেটওয়ার্ক।
বিস্তারিত দেখুন শামীমের ভাবনায় পরিবেশ ও জলবায়ু
ছবি: ছবি: সংগৃহীত