সিলেট নগরীর দর্শনদেউড়ি ব্রিজ সংলগ্ন মালনীছড়াতে ময়লার স্তুপে স্বাভাবিক ভাবে পানি নিষ্কাষনে বাধার সৃষ্টি হচ্ছে। ঐ ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত মালনীছড়ায় দীর্ঘদিন থেকে জমে থাকা ময়লার স্তুপ সরাতে নেই কর্তৃপক্ষের কোন উদ্যোগ না থাকায় এলাকাবাসী হতাশ ও ক্ষুব্ধ।
গত বছর অবৈধ স্থাপনা উদ্ধার কার্যক্রম চলাকালে দর্শনদেউড়ি ব্রিজ থেকে ১০০ গজ দূরে ছড়ারপাশে নির্মিত একটি বহুতল ভবনের দখলকৃত কিছু অংশ ভেঙ্গে ছড়া উদ্ধার করা হয়। বর্তমানে এই ভবনের পাশে কে বা কারা রাতের আধারে একটু একটু করে ময়লা ফেলে স্থানটি টিলার মত রূপ নিয়েছে। এখানেই শেষ নেই। ছড়ার স্রোত বাধাগ্রস্থ হয়ে বালি ও ময়লার টিবি হয়েছে। এতে প্রবাহিত মালনীছড়ার পানির স্রোত কমে উদ্ধারকৃত ছড়া আবার ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। মিয়া ফাজিলচিস্তসহ ছড়াসংলগ্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এজন্য এলাকাবাসী দ্রুত ময়লা অপসারন করে সুষ্ঠুভাবে পানি চলাচলের পরিবেশ সৃষ্টির আহবান জানান।
বিস্তারিত দেখুন রাতের আঁধারে ছড়াতে ময়লা ফেলে রাখা হয়
ছবি: ইত্তেফাক