জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। ফলে পরিবেশ অসহনীয় গরম হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক জীবনযাপনের জন্যও হয়ে পড়েছে বেশ অস্বস্তিকর। বিশ্ব পরিবেশ দিবসে আমাদের আগামী প্রজন্মকে পরিবেশের জন্য ইতিবাচক কিছু করতে অনুপ্রাণিত করতে এগিয়ে এসেছে ওয়াশিং পাউডার ব্র্যান্ড সার্ফ এক্সেল; যার শুরুটা হয়েছিল গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব কর্মসূচি দিয়ে। ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লাইভ সেশনের মাধ্যমে এই সবুজ উদ্যোগের সূচনা করে ইউনিলিভারের এই ব্র্যান্ড। সবুজ উদ্যোগে সার্ফ এক্সেলের সঙ্গে আরও ছিল আগামী প্রজন্মের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাজ করে চলা প্রতিষ্ঠান ফুটস্টেপ বাংলাদেশ। পরিবেশই প্রাণের ধারক, জীবনীশক্তির বাহক। আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন পরিবেশ-প্রকৃতি। কিন্তু প্রতিনিয়ত এ পরিবেশকে আমরা নানাভাবে দূষিত করে আসছি। বিশ্বজুড়ে এখন পরিবেশদূষণের মাত্রা ভয়াবহ। পরিবেশদূষণের উল্লেখযোগ্য কারণের মধ্যে রয়েছে নির্বিচারে বৃক্ষনিধন, বনভূমি উজাড় ও অপরিকল্পিত নগরায়ণ। এখন থেকে সচেতন ও সাবধান না হলে এই পরিস্থিতি দেশের পরিবেশের জন্য ডেকে আনবে মারাত্মক বিপর্যয়; যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হতে পারে বিভীষিকার মতো। আর তাই শিশুদের মধ্যে পরিবেশবান্ধব এমন সচেতনতা সৃষ্টি করতে সার্ফ এক্সেল ও ফুটস্টেপের এমন জোরালো তাগিদ।
বিস্তারিত দেখুন দাগ একটু লাগুক, তবু পরিবেশটা বাঁচুক
ছবি: প্রথম আলো