আমাদের সম্পর্কে | যোগাযোগ

১৭ সেপ্টেম্বর

২০২৪ মঙ্গলবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ০৯ জুন ২০২১, ১৬:৫৩

আপডেট: ০৯ জুন ২০২১, ১৬:৫৩

৪৯৭

শেয়ার:

করোনায় রাজশাহী, খুলনা, সাতক্ষীরায় ২১ জনের মৃত্যু

News

সীমান্ত জেলাগুলোয় করোনা সংক্রমণ উদ্বেগজনক। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও খুলনায় করোনা শনাক্তের হার কিছুটা কমলেও বাড়ছে বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও সাতক্ষীরায় হাসপাতালে মারা গেছেন ২১ জন। এদিকে, করোনা সংক্রমণ ঠেকাতে সীমান্তসহ বিভিন্ন এলাকায় চলছে লকডাউন ও কঠোর বিধিনিষেধ। তবে, সাধারণ জনগণের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম লক্ষ্য করা গেছে।

খুলনায় গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩জন। এদের মধ্যে খুলনার ৩ জন, বাগেরহাটের ৩ জন, যশোরের দু'জন এবং একজন ঝিনাইদহের। করোনা সংক্রমণের হার গতকালের চেয়ে কমে ২৪ শতাংশে দাঁড়িয়েছে। সংক্রমণ এড়াতে জেলায় কঠোর বিধিনিষেধ থাকলেও তা চলছে ঢিলেঢালাভাবে।

বাগেরহাটে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। আক্রান্তের হার ৬২ শতাংশ। সংক্রমণ এড়াতে মোংলা পৌর এলাকায় বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছে ৪ জন। এদিকে সংক্রমণের হার ৬০ শতাংশ। সংক্রমণ এড়াতে জেলায় কঠোর বিধিনিষেধ থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন জেলাবাসী।

বিস্তারিত দেখুন করোনায় রাজশাহী, খুলনা, সাতক্ষীরায় ২১ জনের মৃত্যু

ছবি: ডিবিসি


করোনা

মন্তব্য করুন-