আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৩ ডিসেম্বর

২০২৪ মঙ্গলবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ০১ জুন ২০২১, ১৫:৫০

আপডেট: ০১ জুন ২০২১, ১৫:৫০

৪০০

শেয়ার:

উন্নয়ন ভাবনায় পরিবেশ রক্ষাকে সম্পৃক্ত করতে হবে

News

বিশ্বব্যাপী পরিবেশ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার শেষ নেই। এমন উদ্বেগ স্বাভাবিক এবং জরুরি। পৃথিবীর বিভিন্ন দেশে পরিবেশ আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিরা নানাভাবে ব্যক্তি ও রাষ্ট্রের কর্ণধারদের সচেতন করার জন্য নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। সম্প্রতি একটি খবর পরিবেশ নিয়ে ব্যক্তি এবং পরিবেশ আন্দোলনকারীদের কিছুটা স্বস্তি দিয়েছে। সেটা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রের যে ফোরাম, যা কিনা বিশ্বের পরিবেশের ক্রমাবনতি রোখার জন্য কাজ করছে; সেই ফোরাম থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ফলে যে হতাশা সৃষ্টি হয়েছিল, সেই ফোরামে যুক্তরাষ্ট্রের ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট বাইডেন যে পরিবেশের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন বোঝা যায়। পরিবেশের বিশ্ব ফোরামে সার্বক্ষণিক সে ফোরামে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন এবং তাকে মন্ত্রীর পদমর্যাদাও দেয়া হয়েছে। এই নিযুক্তি অবশ্যই পরিবেশ আন্দোলনকারীদের আশাবাদী করবে। মনে রাখা জরুরি যে, বিশ্ব-পরিবেশের অবনতির জন্য যেসব শিল্পোন্নত দেশ দায়ী তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নামই শীর্ষে। অথচ সেই অপরাধ স্বীকার না করে বিগত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক পরিবেশ রক্ষার জন্য গঠিত সেই ফোরাম থেকে বেরিয়ে গিয়েছিলেন।

পৃথিবীর বিভিন্ন দেশে আবহাওয়া বিরূপ হয়ে ওঠায় পরিবেশগত বিপর্যয় এখন মারাত্মক হয়ে পড়েছে। এ দেশগুলোর বেশির ভাগই অনুন্নত বা উন্নয়নশীল দেশ। বাংলাদেশও পরিবেশগত বিপর্যয়ের মধ্যে রয়েছে। বাংলাদেশ নিয়ে এমন তথ্যও প্রকাশিত হয়েছে যে, আমাদের দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো এ নিয়ে চিন্তাভাবনা করলেও তার প্রতিকারের ব্যাপারে তেমন উদ্যোগী নয়। আমরা ইতোমধ্যে আবহাওয়াগত সমস্যায় ভুগতে শুরু করেছি। কিন্তু তা সামাল দেয়া নিয়ে আমাদের নেতৃত্ব লিপ সার্ভিস দিচ্ছেন বটে, কার্যকর ও বাস্তব কোনো প্রয়াস নেই বললেই চলে। ফলে দেশ ক্রমাগতভাবে পরিবেশগত বিপর্যয়ের দিকে অগ্রসর হচ্ছে। এসব বিষয়ে গা না করলে আগামীতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বিস্তারিত দেখুন উন্নয়ন ভাবনায় পরিবেশ রক্ষাকে সম্পৃক্ত করতে হবে

ছবি: নয়া দিগন্ত


পরিবেশ রক্ষা বিশ্ব পরিবেশ পৃথিবীর বিভিন্ন দেশে আবহাওয়া

মন্তব্য করুন-