আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৩ ডিসেম্বর

২০২৪ মঙ্গলবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ৩১ মে ২০২১, ২২:৩৭

আপডেট: ৩১ মে ২০২১, ২২:৩৭

১৪ ৩৮৪

শেয়ার:

ভয়াবহ বিপর্যয়ের মুখে পরিবেশ - হারুন-আর-রশিদ

News

পরিবেশের সাথে মানুষের যে বন্ধুত্ব সেটি আমরা সৃষ্টি করতে পারিনি। প্রকৃতি চায় মানুষের সাহায্য অর্থাৎ বন্ধুত্ব। তা হলে প্রকৃতি বৈরী রূপ ধারণ করবে না। আমরা প্রকৃতির বিরুদ্ধে কাজ করি বলেই প্রকৃতি প্রতিশোধ নেয়। আমরা স্বীয়স্বার্থে বনজঙ্গল উজাড় করি, পাহাড় কাটি, নদী-খাল-বিল ভরাট করি।  বাংলাদেশে অধিক হারে মানুষ বাড়ছে। বাড়ছে জমির চাহিদা। চাহিদা পূরণে নির্বিচারে বনাঞ্চল উজাড় করা হচ্ছে। ভরাট করা হচ্ছে নদী খাল। কলকারখানা যানবাহনে মাত্রাতিরিক্ত জ্বালানি পোড়ানো হচ্ছে। ঘরবাড়ি আসবাবপত্র তৈরি করার জন্য গাছপালা কেটে প্রাকৃতিক বন উজাড় করায় বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই অক্সাইড শোষণ করার মতো পর্যাপ্ত গাছ আর থাকছে না। ফলে বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্যাস বেড়ে যাচ্ছে। অন্য দিকে গাছপালা উজাড় করায় বায়ুমণ্ডলে অক্সিজেন যাচ্ছে কমে। অক্সিজেন মানুষের বেঁচে থাকার উৎস। আর বনজঙ্গল বেঁচে থাকার উৎস হলো কার্বন-ডাই অক্সাইড।

কলকারখানার বর্জ্য, যানবাহনের কালো ধোঁয়া, বনভূমি ধ্বংস, নদ-নদী, জলাধার ভরাট, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এসবই মানবসৃষ্ট। এসব কারণে দ্রুত পরিবর্তন হচ্ছে জলবায়ুর। জলবায়ুর সুরক্ষার জন্য প্রয়োজন শিক্ষা প্রচার এবং সচেতনতা। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ গবেষণা প্রযুক্তি উদ্ভাবন, প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ, গ্রিন হাউজ গ্যাস, কার্বন-ডাই অক্সাইড, মিথেন জলীয়বাষ্প নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী ব্যবস্থা নিতে পারলেই একটি নিরাপদ বিশ্ব নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারব। এর ফলে একটি জীববৈচিত্র্যপূর্ণ বাংলাদেশ আমরা পাবো। জীববৈচিত্র্য আমাদের টিকিয়ে রেখেছে। পাশাপাাশি বিশুদ্ধ পানি, নির্মল বায়ু, রাসায়নিকযুক্ত জমি খাদ্য, প্লাস্টিক পলিথিন যুক্ত দ্রব্য বর্জন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পিত উপায়ে করতে পারলে পরিবেশ দূষণমুক্ত থাকবে। পরিবেশ নিয়ে সবাইকে ভাবতে হবে। পরিবেশবান্ধব ফসল পেতে চাইলে সৌরপাম্প ব্যবহার করতে হবে। এতে বিদ্যুতের সাশ্রয় হবে। জৈবসারের সাথে রাসায়নিক সার ভালো ফসল নিশ্চিত করে। এতে ফসল বেশি হবে। অকারণে কোনোভাবেই উদ্ভিদ কাটা যাবে না। কারণ উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে।

পৃথিবীর ১০টি ভালো শহরের কথা উল্লেখ করলে আমরা বিস্তারিত দেখুন ভয়াবহ বিপর্যয়ের মুখে পরিবেশ

ছবি: নয়া দিগন্ত


পরিবেশ ধূষণ কলকারখানার বর্জ্য যানবাহনের কালো ধোঁয়া বনভূমি ধ্বংস নদ-নদী জলাধার ভরাট জীবাশ্ম জ্বালানির

মন্তব্য করুন-