আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৩ ডিসেম্বর

২০২৪ মঙ্গলবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ১১:০৩

আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২১, ১১:০৩

৪৮৩

শেয়ার:

ঢাকায় অস্বাস্থ্যকর বায়ুর সকাল

আজ রোববার সকাল ১০টায় ঢাকায় বায়ুর মানের সূচক ছিল ১৯৫ l

News

ঢাকার বায়ুর মান আজ রোববার সকাল থেকে অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বায়ুর মান পর্যালোচনাকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের তথ্যে এই চিত্র উঠে এসেছে।

আজ সকাল ১০টায় ঢাকায় বায়ুর মানের সূচক ছিল ১৯৫। এ সময় বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুর মান খারাপের দিক থেকে ঢাকার অবস্থান ছিল অষ্টম।

এয়ার ভিজ্যুয়ালের তথ্য অনুযায়ী, আজ সকাল আটটার দিকে ঢাকায় বায়ুর মানের সূচক ছিল ২১৮। সকাল ৬টার দিকে তা ছিল ২২০। আর গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে এই সূচক ছিল ২৫১।

এয়ার ভিজ্যুয়ালের সূচকে বায়ুর মান ৫০ থাকলে তা স্বাস্থ্যকর বলে ধরা হয়। এই সূচকে ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর হিসেবে গণ্য। ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক।

বায়ুর মান গবেষকেরা বলছেন, তাপমাত্রা কমে গেলে বায়ুর মান খারাপ হয়। বিশেষ করে ভোরে বা রাতের দিকে বাতাসে দূষিত বস্তুকণার পরিমাণ বেড়ে যায়। ঢাকার বায়ুদূষণের উৎস অবশ্য সব সময় একই থাকে। তবে বায়ুদূষণের তারতম্য কমবেশি হয় বাতাসে বায়ুর চাপ, প্রবাহ ও তাপমাত্রার ভিত্তিতে। বায়ুর চাপ বেশি, অন্যদিকে প্রবাহ ও তাপমাত্রা কম হলে দূষণ বাড়ে।

বিস্তারিত দেখুন ঢাকায় অস্বাস্থ্যকর বায়ুর সকাল

ছবি: প্রথম আলো


অস্বাস্থ্যকর আন্তর্জাতিক সংস্থা বায়ুর চাপ

মন্তব্য করুন-