আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২১, ১১:০২

আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২১, ১১:০২

৪৫৭

শেয়ার:

পারদ উঠছে, সকালেই দেখা মিলছে সূর্যের হাসিমুখ

তাপমাত্রার পারদ উঠছে। শ্রীমঙ্গল, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা—এই চারটি জায়গা ছাড়া দেশের সবখানে আজ শুক্রবার দিনের তাপমাত্রা উঠে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।

News

তাপমাত্রার পারদ উঠছে। শ্রীমঙ্গল, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা—এই চারটি জায়গা ছাড়া দেশের সবখানে আজ শুক্রবার দিনের তাপমাত্রা উঠে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সর্বোচ্চ মাত্রা ৩০-এর কোঠা পেরিয়ে ৩১ দশমিক ৫ হয়েছে সীতাকুণ্ডে। সূর্যের ঝলমলে হাসিমুখ দেখা যাচ্ছে দিনের শুরুতেই। রোদের পরশে উষ্ণতা ফিরে পেয়েছে প্রাণ ও প্রকৃতি।

রোদ ওঠায় শীতের অনুভূতি আর প্রবলভাবে অনুভূত হচ্ছে না। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কোথাও ১০-এর কম থাকলে সেই স্থানটি শৈত্যপ্রবাহের আওতায় পড়ে বলে ধরা হয়। আজ শ্রীমঙ্গল ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২, খুলনার চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ও কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা যা-ই থাক, গায়ে কাঁপুনি দেওয়ার মতো শীত আর নেই।

বিস্তারিত দেখুন পারদ উঠছে, সকালেই দেখা মিলছে সূর্যের হাসিমুখ

ছবি: প্রথম আলো


তাপমাত্রা ঝলমলে উষ্ণতা

মন্তব্য করুন-