মৌলভীবাজার জেলার সাতটি উপজেলাতেই টিলায় টিলায় চায়ের বাগান। প্রগাঢ় সবুজ তরল স্রোতের মতো ঢেউ হয়ে গড়িয়ে পড়েছে ঢালুর দিকে l
সবকিছু হয়তো ছবির মতো হয় না। মায়াভরাও হয় না। তাকে সাজিয়ে তুলতে হয়। তাতে রঙের পোঁছ দিতে হয়। তারপরই তা চোখে লাগে। মুগ্ধতা, বিস্ময়ের চমকে নতুন করে ফোটে। কিন্তু কোথাও প্রকৃতি নিজেই শিল্পী, নিজেই কারিগর। ওখানে হাত দিতে হয় না। প্রকৃতি নিজের মতো করেই সাজিয়ে তুলেছে সমতলের পাশে এলানো শরীরের সবুজ পাহাড়-টিলা। হাওর-বাঁওড়, নদীতে বিস্তৃত রুপালি জলরাশির প্রাণ খুলে ঢেউয়ের নাচগান।
দেশের পূর্বাঞ্চলের জনপদ মৌলভীবাজার জেলা ও রকমই—প্রকৃতির আপন খেয়ালে অনেকটা ছবির মতোই তৈরি হয়েছে সেই দূর অতীতে। সময়ের সব দহন-রোদন বুকে নিয়ে পাহাড়-টিলা, হাওর-নদী ও সমতলের সমন্বয়ে বৈচিত্র্যে ভরা জনভূমি, জনপদ, যার আনাচকানাচে ছড়ানো টুকরা টুকরা চোখকাড়া রূপ-লাবণ্য। যেখানে বুনো ফুল ফোটে। বুনো পাখি গায়। বুনো হাওয়া ছুঁয়ে যায় নির্জনে।
বিস্তারিত দেখুন প্রকৃতি নিজেই যেখানে শিল্পী
ছবি: প্রথম আলো