আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২১, ১৬:৪৪

আপডেট: ২৮ জানুয়ারী ২০২১, ১৬:৪৪

৪৪৫

শেয়ার:

উত্তরাঞ্চলে আবারও মৃদু শৈত্যপ্রবাহ, দুর্ভোগে জনজীবন

বোরো ধান রোপণের জন্য পাওয়ারটিলার দিয়ে শীতের মধ্যেই জমি চাষ করছেন এক কৃষক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় সদর উপজেলার দেওয়ানহাট এলাকায়

News

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোতে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মাঘের তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দুপুরের পর স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও রোদের তীব্রতা ছড়াতে পারেনি। বেলা ৩টার দিকে তেঁতুলিয়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিস্তারিত দেখুন উত্তরাঞ্চলে আবারও মৃদু শৈত্যপ্রবাহ, দুর্ভোগে জনজীবন

ছবি: প্রথম আলো


মৃদু শৈত্যপ্রবাহ হিমেল বাতাস সর্বনিম্ন তাপমাত্রা

মন্তব্য করুন-