আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২১, ১৬:৪৯

আপডেট: ০৬ জানুয়ারী ২০২১, ১৬:৪৯

২২ ৪৪২

শেয়ার:

রাজশাহীর পদ্মার চরাঞ্চলে ৪১ প্রজাতির পাখি শনাক্ত

জরিপ চলাকালে ৪১টি প্রজাতির মোট ২ হাজার ৭০৯টি পাখি গণনা করা হয়। এরমধ্যে ২৮টি পরিযায়ী পাখি রয়েছে

News

 রাজশাহীর পদ্মা নদীর বিভিন্ন চরাঞ্চলে জরিপ চালিয়ে ৪১ প্রজাতির পাখি খুঁজে পেয়েছে একটি গবেষক দল। 

বাংলাদেশ বন বিভাগের সহযোগিতায় ওয়াইল্ড বার্ড মনিটরিং প্রোগ্রামের অধীনে বাংলাদেশ বার্ডস ক্লাব, রাজশাহী বার্ড ক্লাব ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) পদ্মা নদীর ৩৯ কিলোমিটার চর এলাকায় এই জরিপ পরিচালনা করে। 

আইইউসিএনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ও গবেষক সারওয়ার আলম দীপু জানান, চর খানপুর, চর খিদিরপুর, ১০ নাম্বার চর, চারঘাট ও মধ্যচর এলাকায় বেশিরভাগ পাখি প্রজাতি দেখা গেছে। 

জরিপ চলাকালে ৪১টি প্রজাতির মোট ২ হাজার ৭০৯টি পাখি গণনা করা হয়। এরমধ্যে ২৮টি পরিযায়ী পাখি রয়েছে।

বিস্তারিত দেখুন রাজশাহীর পদ্মার চরাঞ্চলে ৪১ প্রজাতির পাখি শনাক্ত

ছবি: Dhaka Tribune


পদ্মা নদী প্রজাতি জরিপ

মন্তব্য করুন-