খাগড়াছড়ির পানছড়ি লোগাং ইউনিয়নের সমাই সাঁওতালের বাড়িতে যত্ন আর ভালোবাসায় বড় হচ্ছে একটি সজারু l
কুড়িয়ে পাওয়া শজারুর ছানাটির নাম রাখা হয়েছে ‘সন’। বর্গাচাষি সমাই সাঁওতাল ও জবা সাঁওতাল দম্পতির ঘরে বেড়ে উঠছে শজারুটি। সন সারা পাড়ায় ঘুরে বেড়ায়, সারাক্ষণ দুষ্টুমি করে, তবে খাবারের ডাক পেলে ছুটে আসে। সনের জন্য ঘরের বাইরে খড় দিয়ে ঘুমানোর জায়গা বানিয়ে দেওয়া হলেও সে সেখানে ঘুমায় না। সনের পছন্দ এই দম্পতির ঘরের খাটের নিচের জায়গাটুকু।
খাগড়াছড়ির পানছড়ি লোগাং ইউনিয়নের মঙ্গল সাঁওতালপাড়ায় সমাই সাঁওতালের বাড়ি। এই বাড়িতেই চার মাস ধরে বেড়ে উঠছে শজারুর ছানাটি। চার মাসে ছানাটি বড় হয়েছে বেশ। শরীরে দেখা দিয়েছে অনেক ছোট-বড় কাঁটা। কাঁটা দেখে অনেকে ভয় পেলেও ভয় পান না সমাইয়ের পরিবারের সদস্যরা। সমাই-জবা দম্পতির সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছোট ছেলে বর্ষর সঙ্গে সনের বেশ ভাব।
বিস্তারিত দেখুন ভালোবাসায় পোষ মেনেছে কুড়িয়ে পাওয়া শজারুটি
ছবি: প্রথম আলো