আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ১১:৫১

আপডেট: ২০ ডিসেম্বর ২০২০, ১১:৫১

৪০০

শেয়ার:

শীত এলেই ধ্বংসযজ্ঞ চলে গোমতী ঘিরে

শীত এলেই বালু আর মাটি কাটার ধুম পড়ে। প্রশাসন পরিবেশবিরোধী কাজের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

News

কোথাও ড্রেজার দিয়ে বালু উত্তোলন হচ্ছে। কোথাও নদীর বাঁধের ভেতরের ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। আবার কোথাও নদীর বাঁধ ও সড়ক কেটে পাইপ দিয়ে বালু ফেলে জলাশয় ভরাটের তোড়জোড় চলছে।

শীত এলে এমন ধ্বংসযজ্ঞ চলে কুমিল্লার গোমতী নদী ঘিরে। এ অবস্থায় পানির স্তর মাপার স্থান ও বৈদ্যুতিক খুঁটি ধসে পড়ার উপক্রম হচ্ছে। দেখা দিচ্ছে ভাঙন। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণে বালু ও মাটিখেকো চক্র নদীটি ধ্বংস করে দিচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা আঞ্চলিক শাখার সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোমতী নদী ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন রাজনীতিকেরা। প্রশাসনের কর্মকর্তা নদী রক্ষায় কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না। প্রশাসন চাইলে একটি ট্রাক্টরও বাঁধ কেটে নামতে পারবে না। অবৈধভাবে ইজারা ছাড়া বালু উত্তোলন করতে পারবে না। কেবল মাটি ও বালু বিক্রি নয়, মানুষের ফসলি জমি, নদীর পাড়ের গাছগাছালি কেটে সাবাড় করা হচ্ছে। এতে নদীর গতিপথের পরিবর্তন হচ্ছ

বিস্তারিত দেখুন শীত এলেই ধ্বংসযজ্ঞ চলে গোমতী ঘিরে

ছবি: প্রথম আলো


ড্রেজার ফসলি জমি ধ্বংসযজ্ঞ বালু

মন্তব্য করুন-