রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বাদে সারা দেশের তাপমাত্রা দিনের বেলা বেড়েছে। এই তিন জেলায় এখনো ভারী কুয়াশা রয়েছে।
রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বাদে সারা দেশের তাপমাত্রা দিনের বেলা বেড়েছে। এই তিন জেলায় এখনো ভারী কুয়াশা রয়েছে। ঢাকায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এখন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, সারা দেশে তাপমাত্রা বেড়েছে। রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী—এই জেলাগুলোয় কুয়াশা থাকায় তাপমাত্রা বাড়েনি। ঢাকায় আজ তাপমাত্রা বেশ ওপরে উঠবে বলে মনে করেন তিনি।
সারা দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। আজ সোমবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
বিস্তারিত দেখুন ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা বেড়েছে
ছবি: প্রথম আলো