দখল আর ভরাটে ঢাকার সাভারের ফুলবাড়িয়া থেকে নামাবাজার হয়ে নয়ারহাট পর্যন্ত বংশী নদীর অংশ এখন মৃত প্রায়।
দখল আর ভরাটে ঢাকার সাভারের ফুলবাড়িয়া থেকে নামাবাজার হয়ে নয়ারহাট পর্যন্ত বংশী নদীর অংশ এখন মৃত প্রায়। নদী ও তীরে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ স্থাপনা। উচ্ছেদ নথি তৈরি করার পরেও জেলা প্রশাসন থেকে এসব স্থাপনা উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ অবস্থায় নদী ও নদীর জায়গা উদ্ধারে আন্দোলনে নেমেছে নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ।
বংশী নদী ও নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ আজ শনিবার সাভার নামাবাজার এলাকায় বংশী নদীতে নৌকায় মানববন্ধনের আয়োজন করে। এর আগে থানা রোডে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।
গতকাল সকাল থেকেই সাভার থানা রোডের পাশে মডার্ন প্লাজায় লোকজন জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর মডার্ন প্লাজার সামনে থেকে বের হয় র্যালি। র্যালিটি থানার সামনে বংশী নদীতে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নদীতে ভাসমান ট্রলারে মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন থেকে নদী ও নদীতীরের অবৈধ দখলদারদের উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিস্তারিত দেখুন বংশী নদীর তীরে দখল উচ্ছেদের দাবিতে নৌকায় মানববন্ধন
ছবি: প্রথম আলো