আমাদের সম্পর্কে | যোগাযোগ

২১ নভেম্বর

২০২৪ বৃহস্পতিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১১:৪৯

আপডেট: ০২ ডিসেম্বর ২০২০, ১১:৪৯

৪৪৪

শেয়ার:

সরকারি কর্মকর্তাদের নির্লিপ্ততায় নদী দখল-দূষণ হচ্ছে

ধলেশ্বরী নদী পরিদর্শনকালে লেখক সৈয়দ আবুল মকসুদকে দখলপ্রবণ এলাকা দেখাচ্ছেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক সেতুতে l

News

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, নদী দখলে প্রথমে নদীর তীরবর্তী এলাকা দখল করে বালু ও মাটি ফেলে ভরাট করা হয়। এরপর নদীকে সংক্ষিপ্ত করে নির্মাণ করা হয় স্থাপনা। এই অনুশীলনের মধ্য দিয়ে সারা দেশের নদী ও খাল দখল হয়ে যাচ্ছে, যা বন্ধ করতে হবে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অবহেলা, অসচেতনতা, নির্লিপ্ততা ও ঝুঁকি না নেওয়ার কারণে নদী দখল, দূষণ, নাব্যতা হরণ, জীববৈচিত্র্য ও পরিবেশ বিনষ্ট হচ্ছে।

আজ মঙ্গলবার ঢাকা ও মানিকগঞ্জের সীমানা এলাকা দিয়ে প্রবহমান ধলেশ্বরী নদী পরিদর্শনে এসে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি বলেন, নদীর জমি অপরিবর্তনীয়, যা লিজ বা হস্তান্তর করা যায় না। এরপরও জেলা প্রশাসন থেকে নদীর ‘ফোরশোর’ (জোয়ার ও ঢেউ যত দূর আছড়ে পড়ে) এলাকার প্রায় ২০০ একর জমি চাষাবাদের জন্য লিজ দেওয়া হয়েছিল। কারখানার মালিক ও প্রভাবশালীরা ওই সব জমির লিজগ্রহীতাদের কাছ থেকে নিয়ে কারখানা ও স্থাপনা নির্মাণ করছেন।

বিস্তারিত দেখুন সরকারি কর্মকর্তাদের নির্লিপ্ততায় নদী দখল-দূষণ হচ্ছে

ছবি: প্রথম আলো


নদী বালু ও মাটি দূষণ

মন্তব্য করুন-