তিন লজ্জাবতী ফিরল বনে
চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল অভয়ারণ্যে উন্মুক্ত করা হল তিনটি লজ্জাবতী বানর।
ছবি: ফাইল ছবি
চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল অভয়ারণ্যে উন্মুক্ত করা হল তিনটি লজ্জাবতী বানর।
বিভিন্ন সময় উদ্ধার হওয়া লজ্জাবতী বানর তিনটি এতদিন ছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। সোমবার বিকেলে সেগুলোকে আবার বনের পরিবেশে ফিরিয়ে দেওয়া হয় বলে ফটিকছড়ির উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন জানান।
চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন সময়ে আহত ও দুর্বল অবস্থায় বানর তিনটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছিলেন স্থানীয়রা।
“উপজেলা প্রশাসন বানরের সুচিকিৎসার জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করে। বন বিভাগ থেকে জেলা প্রশাসনকে চিঠি দিলে আমাকে নির্দেশনা দেওয়া হয় লজ্জাবতী বানর তিনটি অভয়ারণ্যে অবমুক্ত করতে।”
এর মধ্যে একটি বানর উদ্ধার করা হয় গত ৭ জুন ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের রাবার বাগান এলাকা থেকে। ২ এপ্রিল উপজেলার দাঁতমারা ইউনিয়নের পূর্ব সোনাই গ্রাম থেকে আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার হয়।
বিস্তারিত দেখুন তিন লজ্জাবতী ফিরল বনে
ছবি: Bdnews24.com