শেষ পর্যন্ত বাঁচানো গেল না কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা জুমছড়ি বনাঞ্চলে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত বন্য হাতিটি।
শেষ পর্যন্ত বাঁচানো গেল না কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা জুমছড়ি বনাঞ্চলে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত বন্য হাতিটি। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে হাতিটির দেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ময়নাতদন্তে হাতিটির পা ও দেহের বিভিন্ন স্থানে আটটি গুলির জখম পাওয়া গেছে। এ নিয়ে কয়েক দিনে দুর্বৃত্তদের গুলিতে মারা গেল তিনটি হাতি।
পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, বনাঞ্চলের আশপাশের খেতের ফসল ও ধান রক্ষার জন্য কিছু ব্যক্তি গুলি করে বন্য হাতিগুলো হত্যা করছেন। খেতে যেন বন্য হাতি নামতে না পারে, সে জন্য অনেকে আশপাশের এলাকায় বৈদ্যুতিক তারে সংযোগ টেনে রাখেন। তারে আটকা পড়েও হাতির মৃত্যু হচ্ছে।
বন বিভাগের কর্মচারীরা বলছেন, ১৫ নভেম্বর সকালে জোয়ারিয়ানালার বনাঞ্চলে গুলিবিদ্ধ হাতিটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় কাঠুরিয়ারা। এরপর থেকে হাতিটিকে বাঁচাতে চিকিৎসাসেবা দেন ভেটেরিনারি সার্জনেরা।
বিস্তারিত দেখুন বাঁচানো গেল না গুলিবিদ্ধ সেই হাতিকে
ছবি: প্রথম আলো