সুন্দরবনে বাঘের পরিমাণ দ্বিগুণ করতে সরকার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বুধবার বিশ্ব বাঘ দিবস উপলক্ষে এক ভার্চুয়াল সভায় তিনি একথা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ‘বাঘ বাড়াতে করি পণ, রক্ষা করি সুন্দরবন’ প্রতিপাদ্য নিয়ে উদযাপন হয়েছে বিশ্ব বাঘ দিবস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শাহাব উদ্দিন বলেন, “বাঘ সুন্দরবনের রক্ষক। এই বাঘের উপস্থিতির কারণেই সুন্দরবন এত বৈচিত্র্যময় ও আকর্ষণীয়। সুন্দরবনে বাঘ না থাকলে সেখানকার সামগ্রিক ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে। “কাজেই সুন্দরবন তথা বাংলাদেশকে রক্ষা করতে হলে বাঘ সংরক্ষণের কোনো বিকল্প নেই। এজন্য সুন্দরবনে বাঘের পরিমাণ দ্বিগুণ করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।”
বনমন্ত্রী বলেন, বর্তমানে সুন্দরবনে প্রায় ১১৪টি বেঙ্গল টাইগার আছে।
বন উজাড় ও অবৈধ শিকারের ফলে বেঙ্গল টাইগার বিশ্বে ‘বিপদাপন্ন’ প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে সারা বিশ্বে প্রকৃতিতে বিদ্যমান বন্য বাঘের সংখ্যা প্রায় ৩৮৯০টি। বাঘের সংখ্যা দ্রুত কমে যাওয়ার প্রবণতা চলমান থাকলে আগামী কয়েক দশকে পৃথিবী থেকে বাঘ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
বিস্তারিত দেখুন সুন্দরবনে বাঘ দ্বিগুণ করার পরিকল্পনা
ছবি: Bdnews24.com