আমাদের সম্পর্কে | যোগাযোগ

২৫ নভেম্বর

২০২৪ সোমবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:১৩

আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:১৩

৩৭২

শেয়ার:

ভোলায় দিনে দুবার করে ভাসছে মানুষ

গতকাল ভোরে জোয়ারের উচ্চতা ছিল ৪ দশমিক ২ মিটার, যা বিপৎসীমার প্রায় ৭০ সেন্টিমিটার ওপরে। ঘরের মাচায় দিন ও রাত যাপন করছে অনেক মানুষ।

News

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রূপাপুর গ্রামের মুদিব্যবসায়ী মিলন মিয়া (৫৫) গত দুই মাসে চারবার জোয়ারের প্রভাবে ক্ষতির শিকার হয়েছেন। রোববার থেকে দিনে দুবার করে প্লাবিত হচ্ছে তাঁর ঘরবাড়ি। গতকাল মঙ্গলবার মিলনের বাড়ির সামনের এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনে মিলনের মুদিদোকান মেঘনা নদীর দিকে হেলে পড়েছে। কিন্তু দোকানঘর সরিয়ে গ্রামের অন্য কোথাও নিতে পারছেন না তিনি। পুরো গ্রামই জোয়ারের পানিতে প্লাবিত। দেখা দিয়েছে ভাঙনের শঙ্কা।

বিস্তারিত দেখুন ভোলায় দিনে দুবার করে ভাসছে মানুষ

ছবি: প্রথম আলো


জোয়ার মানুষ ক্ষতিগ্রস্ত

মন্তব্য করুন-