রাজধানী ঢাকাসহ সারা দেশে বেশ কয়েক দিন ধরেই বেশ গরম পড়েছে। যাকে বলে ভাদ্রের তালপাকানো গরম। এবার শুরু হবে বৃষ্টির পালা। এ পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এই বৃষ্টি টানা কয়েক দিন চলবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আজ সোমবার রাজধানীসহ
দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি চলবে। কাল থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে।
গতকাল রোববার সারা দেশে কমবেশি বৃষ্টি হয়। বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম, মিজোরাম ও পশ্চিমবঙ্গেও বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে আবার একটি লঘুচাপ তৈরি হয়েছে। লঘুচাপটি বাংলাদেশ থেকে বেশ দূরে অবস্থিত। লঘুচাপটির অবস্থান ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলের কাছাকাছি।
বিস্তারিত দেখুন তালপাকানো গরমের পর এবার বৃষ্টির পালা
ছবি: প্রথম আলো