ভাদ্র মাসের শুরুতে বেশ বৃষ্টি হয়েছিল। কিন্তু কয়েক দিন ধরে ভাদ্র যেন চিরচেনা রূপ নিয়েছে। ভ্যাপসা গরম। এমন গরমে মানুষের প্রচুর ঘাম ঝরছে। এর সঙ্গে রয়েছে অস্বস্তির অনুভূতি। এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ভাদ্র মাসের শুরুতে বৃষ্টি হয়েছে। তবে এখন মৌসুমি বায়ু কিছুটা কম সক্রিয় রয়েছে। তাই আগামী দুদিন বৃষ্টি কম হবে। বিশেষ করে ঢাকাসহ দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি কম হবে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে। তার মানে এই নয় যে মুষলধারায় বৃষ্টি হবে। এ কারণে গরমের ভ্যাপসা অনুভূতি আরও কয়েক দিন থাকবে।
বিস্তারিত দেখুন ভ্যাপসা গরম আরও কয়েক দিন
ছবি: প্রথম আলো