আমাদের সম্পর্কে | যোগাযোগ

২২ নভেম্বর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ১৬:৪৭

আপডেট: ৩০ আগস্ট ২০২০, ১৬:৪৭

২২ ৫৩৮

শেয়ার:

কোমর ভেঙেছে বগুড়ার চরবাসীর

পানি সরে গেছে, জেগে উঠেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। তবে কোথাও ফসলের চিহ্ন নেই। পাট, ধান, সবজি—সব পচে গেছে। দুই মাস বন্যায় তলিয়ে থাকা বগুড়ার সারিয়াকান্দির দুর্গম হাটবাড়ি চরে সম্প্রতি গিয়ে দেখা গেল এ চিত্র।

News

সারিয়াকান্দি শহরের কালীতলা খেয়াঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় প্রায় দুই ঘণ্টা লাগে হাটবাড়ি চরে পৌঁছাতে। চরের তিন দিকে জামালপুরের ইসলামপুর ও মাদারগঞ্জ এবং গাইবান্ধার সাঘাটা উপজেলা। এখানে প্রায় সাড়ে চার হাজার মানুষের বাস। বেশির ভাগেরই জীবিকা চলে যমুনা নদীতে মাছ ধরে। বাকিরা প্রান্তিক কৃষক ও দিনমজুর।

বিস্তারিত দেখুন কোমর ভেঙেছে বগুড়ার চরবাসীর

ছবি: প্রথম আলো


বগুড়া চরবাসী বন্যা

মন্তব্য করুন-