আমাদের সম্পর্কে | যোগাযোগ

২২ নভেম্বর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ১০:৫৭

আপডেট: ২৬ আগস্ট ২০২০, ১০:৫৭

২৩ ৪৬২

শেয়ার:

সুন্দরবনের সুন্দরী মাছরাঙা

বাংলাদেশে একটিই বন আছে, যে বনে লাখো ‘সুন্দরী’র বসবাস। বনটির নাম সুন্দরবন। করোনাকালেই সুন্দরবন পড়ল আম্পানের তাণ্ডবে। বনটি তাতে দমে যায়নি। বরাবরের মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। পাঁচ মাসের বেশি হয়ে এল সুন্দরবনে মানুষের আনাগোনা কম। তাতে বুনো প্রাণীগুলো প্রজননকালটা বেশ ভালোভাবেই পার করল।

News

শীতকালই সুন্দরবন ভ্রমণের উৎকৃষ্ট সময়। গরমে বেশি মানুষ সেখানে যায় না। বন্য প্রাণী সংরক্ষণের কাজে কয়েক বছর ধরে বর্ষায় সেখানে যেতে হচ্ছে।

বর্ষায় সুন্দরবন একদম অন্য রকম। ভ্যাপসা গরম, কিন্তু চারদিকে সবুজের বন্যা। বৃষ্টি নামলে তো কথাই নেই। বনে প্রাণীদের এ সময়ে দেখা পাওয়া দুরূহ। বাঘ তো দূরের কথা, বনের হরিণও নয়। তবে চোখে পড়ে কয়েক জাতের মাছরাঙা। এরাই সুন্দরবনের আসল সুন্দরী।

বিস্তারিত দেখুন সুন্দরবনের সুন্দরী মাছরাঙা

ছবি: প্রথম আলো


মাছরাঙা সুন্দরবন

মন্তব্য করুন-