আমাদের সম্পর্কে | যোগাযোগ

২২ নভেম্বর

২০২৪ শুক্রবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০, ১০:৪৩

আপডেট: ২৪ আগস্ট ২০২০, ১০:৪৩

৩১ ৪৯৮

শেয়ার:

মানুষের পরিবারে ভালুকছানা

নে কুড়িয়ে পাওয়া ভালুকের ছানাটির নাম রাখা হয়েছে মানিক। কৃষক উদয়গিরি চাকমা ও স্ত্রী দয়া লতা চাকমা দম্পতির পরিবারে বেড়ে উঠছে এটি। খাবারের জন্য ডাক পেলেই ছুটে আসে। দুষ্টুমিতে মেতে ওঠে মানবশিশুর মতোই। বাড়ির পাশে কাঁঠালগাছের মগডালে তার জন্য বাসা বেঁধে দেওয়া হলেও সেখানে থাকতে চায় না। তার পছন্দ উদয়গিরির বিছানা। অভাবের সংসারে ভালুকছানাটির খাবারের জোগান দেওয়

News

রাঙামাটির বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে উদয়গিরি চাকমার বাড়ি। নিঃসন্তান উদয়ের পরিবারে ভালুকছানাটি যেন নতুন খুশির উপলক্ষ হয়ে এসেছে। তবে যেভাবে বেড়ে উঠছে মানিক, তাতে দুশ্চিন্তায় আছেন উদয় ও তাঁর স্ত্রী দয়া লতা। মাঝেমধ্যেই ভালুকছানাটি উদয়ের পাশে এসে শুয়ে পড়ে। গ্রামবাসীদের অনেকেই এই দৃশ্যে অভ্যস্ত নন। তাঁরা ভয় পান। বিপদের আশঙ্কাও করেন অনেকে। কিন্তু উদয়গিরি ও দয়া লতার জীবন এখন মানিককে ঘিরেই।

বিস্তারিত দেখুন মানুষের পরিবারে ভালুকছানা

ছবি: প্রথম আলো


মানুষ ভালুকছানা

মন্তব্য করুন-