আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৩ ডিসেম্বর

২০২৪ মঙ্গলবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ১৭:২২

আপডেট: ১৬ আগস্ট ২০২০, ১৭:২২

৪৯০

শেয়ার:

শোকসন্তাপ মুছে যাক শরতের স্নিগ্ধ পরশে

‘আমার রাত পোহালো শারদ প্রাতে’—গত রাতে কার ঘুম কেমন হয়েছে তা বলা শক্ত, তবে উদ্ধৃতিযুক্ত রবীন্দ্রচরণটি আজ সবার জন্যই প্রযোজ্য। শরৎ এল। আজ রোববার তার প্রথম দিন। করোনাকবলিত এই বিভীষিকাময় সময়ে অনেক কিছুই ওলটপালট হয়ে গেছে।

News

সরকারি নির্দেশে বা স্বাস্থ্যবিধির সতর্কতায় স্বেচ্ছায় ঘরবন্দী থাকতে থাকতে অনেকেরই দিন-তারিখের হিসাব গেছে গোলমেলে হয়ে। আর সত্যিকথা হলো, বাংলা দিন-তারিখের হিসাব রোজকার প্রয়োজনে গোনাগুনিতে আসে না বলে সব সময় তা মাথায়ও থাকে না। এ নিয়ে সাধ করে হয়তো আক্ষেপ করা চলে, তবে বাস্তবতায় তাতে হেরফের হয় না। তা ছাড়া, এই রাজধানী শহরের চারপাশে তাকিয়ে ঋতু বদলের পরিবর্তনটা ধরাও যায় না চট করে।

বিস্তারিত দেখুন শোকসন্তাপ মুছে যাক শরতের স্নিগ্ধ পরশে

ছবি: প্রথম আলো


শরত স্নিগ্ধ

মন্তব্য করুন-