আমাদের সম্পর্কে | যোগাযোগ

২১ নভেম্বর

২০২৪ বৃহস্পতিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ১১:৩৩

আপডেট: ১৬ আগস্ট ২০২০, ১১:৩৩

২৪ ৪৭৭

শেয়ার:

আশিতেও বসে নেই বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক

সেই যে ১০ বছর বয়স থেকে গাছ লাগানো শুরু করেছিলেন, আজ ৮০ বছর বয়সে এসেও তা অব্যাহত রেখেছেন বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক। বর্ষাকাল এলেই যেন নিজেকে আর ধরে রাখতে পারেন না। নিজের নার্সারিতে তৈরি চারা নিয়ে বেরিয়ে পড়েন। এরপর গাছ লাগান সরকারি জমি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে।

News

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী গ্রাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদের (ইউপি) তারাপুর গ্রামের বাসিন্দা কার্তিক পরামানিক প্রতিবছর নিজের জমানো টাকা খরচ করে বেশ কয়েকজন শ্রমিক সঙ্গে নিয়ে কয়েক শ গাছ লাগান। তবে এবার করোনাকালে কলেজশিক্ষক ছেলে ও গ্রামের শিশুদের নিয়ে গত বুধবার হঠাৎপাড়ার রাস্তার পাশে কয়েকটি গাছ লাগিয়েছেন। তাঁর আগে এলাকার লোকজনদের ২০০ আতা ফলের গাছ দিয়েছেন বিনা মূল্যে।

বিস্তারিত দেখুন আশিতেও বসে নেই বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক

ছবি: প্রথম আলো


বৃক্ষপ্রেম জমি রাস্তাঘাট

মন্তব্য করুন-