প্রাকৃতিক জলাশয়, জলাশয়সংলগ্ন বড় গাছ এবং জলাশয়ের কাছাকাছি পুরোনা স্থাপনা কমে যাওয়ায় বালিহাঁসের প্রাকৃতিক প্রজননস্থল কমে গেছে। এতে বালিহাঁসের প্রজনন ব্যাহত হচ্ছে। বালিহাঁসের সংখ্যাও অনেক কমে গেছে।
বালিহাঁসের প্রাকৃতিক প্রজননস্থলের বিকল্প হিসেবে মৌলভীবাজারের হাইল হাওরে পাখি ও মাছের অভয়াশ্রম বাইক্কাবিল এলাকায় কৃত্রিম কাঠের বাসা তৈরি করে দেওয়া হয়েছে। প্রায় প্রতিবছরই এসব বাসায় বালিহাঁস ডিম পাড়ছে। তা থেকে ছানা ফুটছে। ছানারা নিরাপদেই বড় হয়ে বিলের জলে নেমে পড়ছে। এবারও প্রজনন মৌসুমের শুরুতেই অন্তত ছয়টি বাসায় ডিম পেড়েছে বালিহাঁস। একটি থেকে এরই মধ্যে ছানা ফুটে বেরিয়ে গেছে।
বিস্তারিত দেখুন কৃত্রিম বাসায় বালিহাঁসের ডিম
ছবি: প্রথম আলো