চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় বিধিমালা অনুসারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পরিবেশ সচিবকে আগামী ১০ আগস্টের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক রিটের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি জে বি এম হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ১২ আগস্ট পরবর্তী আদেশের জন্য দিন রাখা হয়েছে।
এর আগে ২০০৮ সালের ২ নভেম্বর চিকিৎসাবর্জ্য (ব্যবস্থাপনা ও
প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়। এই বিধিমালার
পুরোপুরি বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে পরিবেশ বিশেষজ্ঞ আনিকা আলী
ও মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ১৪ জুলাই ওই রিট
করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. হুমায়ন কবির ও
মোহাম্মদ কাউছার। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
দেবাশিস ভট্টাচার্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।
বিস্তারিত দেখুন চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় কী পদক্ষেপ, জানতে চান হাইকোর্ট
ছবি: প্রথম আলো