আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০, ১২:০৪

আপডেট: ১৯ জুলাই ২০২০, ১২:০৪

৪১৪

শেয়ার:

ডলফিনের ফিরে আসা

করোনায় নদী আর সমুদ্রতীরে মানুষের আনাগোনা কমে যাওয়ায় ডলফিন চলাচলের নিরাপদ এলাকা পেল। মার্চের মাঝামাঝি কক্সবাজার সাগরতীরের খুব কাছে ডলফিনের একটি বড় দল দেখা গেল। ২৫ থেকে ৩০টির বড়সড় দল। গোলাপি ডলফিন, পাখনাহীন পরপয়েস, ঘূর্ণি ডলফিন আর হাম্পব্যাকড ডলফিন—কী ছিল না! সবই গভীর সাগরের ডলফিন।

News

মাত্র মাস দুয়েকে আসলে প্রকৃতির মধ্যে খুব বড় ধরনের পরিবর্তন হয় না। কক্সবাজার থেকে সোনাদিয়া পর্যন্ত সব সময়ই কয়েক জাতের ডলফিন দেখা যায়। এক গবেষণায় দেখা যাচ্ছে, এ এলাকায় ডলফিনের বড় দল আছে। করোনাকালে দলটি শুধু একটু ওপরের দিকে উঠে এসেছে মাত্র। কক্সবাজারে এপ্রিল মাসের ২ ও ৩ তারিখ দুটি ডলফিনের মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম কিছু ভিনদেশি ডলফিনের ছবি প্রচার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছিল।

বিস্তারিত দেখুন ডলফিনের ফিরে আসা

ছবি: প্রথম আলো


ডলফিন সমুদ্রতীর

মন্তব্য করুন-