আমাদের সম্পর্কে | যোগাযোগ

০৮ সেপ্টেম্বর

২০২৪ রবিবার

নিউজ বুলেটিন: ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও অতিরিক্ত যানবাহন চলাচলে বাড়ছে বায়ুদূষণের মাত্রা।

ইসিএন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ১০:৫৪

আপডেট: ১৬ জুলাই ২০২০, ১০:৫৪

৪৪৮

শেয়ার:

যমুনা গিলছে জনপদ, শূন্য করে দিচ্ছে জীবন

বগুড়ায় যমুনা নদী ভয়ংকরভাবে ফুঁসে উঠেছে। প্রবল স্রোতের তোড়ে নদী ভাঙনে বিলীন হচ্ছে বিভিন্ন চরের জনপদ। ভাঙনে বসতভিটা হারিয়ে দিশেহারা মানুষ। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন এক চর থেকে অন্য চরে।

News

পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনায় পানি বৃদ্ধি গত বছরের রেকর্ড ছাড়ানোর অপেক্ষায়। গত বছরের ১৮ জুলাই যমুনায় সর্বোচ্চ বিপৎসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীতে হু হু করে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবার এ রেকর্ড ভাঙতে পারে দু-এক দিনের মধ্যে।

পানি উন্নয়ন বোর্ডের বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান বলেন, সারিয়াকান্দির মথুরাপাড়ায় যমুনা নদীর বিপৎসীমা ধরা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় সেখানে পানি প্রবাহিত হয়েছে ১৭ দশমিক ৪৭ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে। পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় আজ বুধবার সকাল ছয়টায় সেখানে ১৭ দশমিক ৮২ সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়েছে। অর্থাৎ যমুনায় বর্তমানে বিপৎসীমার ১১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৩৮ সেন্টিমিটার।

বিস্তারিত দেখুন যমুনা গিলছে জনপদ, শূন্য করে দিচ্ছে জীবন

ছবি: প্রথম আলো


যমুনা জনপদ

মন্তব্য করুন-